শান্তিগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে দুই সন্তানের জননীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত গৃহবধূ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ইসলামপুর গ্রামের ইমাম উদ্দিনের স্ত্রী মাফিয়া বেগম (২৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহতের স্বামী সিলেট সুনামগঞ্জ মিনিবাসের হেলপারের কাজ করেন। সোমবার (১ আগস্ট) দিবাগত রাত ৯ টার সময় খাবার শেষে মাফিয়া বেগম ২ সন্তান সহ শাশুড়ীকে নিয়ে ঘুমিয়ে পড়েন। পরে রাত ৩ টার সময় নিহতের শাশুড়ী জুবেরা বেগম ঘুম থেকে ওঠে ঘরের বাহিরে ছাপটা ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় মাফিয়াকে দেখতে পেয়ে চিৎকার দিলেন। এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে থানায় খবর দিলে থানা পুলিশের এসআইআবু বকর লাশের সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী সত্যতা নিশ্চিত করেছেন।