সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুকুরঘাট নিয়ে বিরোধের জেরে নাজিবুল (৪০) নামে এক যুবককে তার চাচাতো ভাই দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (৩ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজিবুল বীরগাঁও গ্রামের পশ্চিমপাড়ার তকলিবুদ্দিনের ছেলে। অভিযুক্ত সেপুল মিয়া সম্পর্কে তার চাচাতো ভাই।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে বাড়ির পুকুরঘাটের দখল নিয়ে নাজিবুল ও সেপুল মিয়ার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে এতে দুই পরিবারের পুরুষরা জড়িয়ে পড়েন। একপর্যায়ে সেপুলের এলোপাতাড়ি রামদার আঘাতে গুরুতর জখম হন নাজিবুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ছাতক উপজেলার কৈতক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। মরদেহের সুরতহাল করার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।