1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
শান্তিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২, ০২:৫৫ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শান্তিগঞ্জ প্রতিনিধি:
    আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ৮:৩৫:০১ অপরাহ্ন

শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে হাওরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) সকাল ১০টায় ইউনিয়নের হাসারচর গ্রাম সংলগ্ন সাংহাই হাওরে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে। নিহতরা হলো, হাসারচর গ্রামের বোরহান উদ্দিনের মেয়ে ফাহিমা বেগম (০৭) ও লাল মিয়ার মেয়ে ফাইজা বেগম।

পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে খেলাধুলার উদ্দেশ্যে বের হয় শিশু দু’টি। সকাল ১০টার দিকে একই গ্রামের অপর এক শিশু গ্রাম সংলগ্ন সাংহাই হাওরে তাদের দু’জনকে ভাসতে দেখে চিৎকার করে। শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে পানিতে ভাসতে থাকা শিশু দু’টির লাশ উদ্ধার করে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020