1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
শান্তিগঞ্জে বাস দুর্ঘটনায় নিহত ১ আহত ১৫
রবিবার, ২৭ নভেম্বর ২০২২, ০৪:০৫ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে বাস দুর্ঘটনায় নিহত ১ আহত ১৫

শান্তিগঞ্জ প্রতিনিধি:
    আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ৩:২২:৩৫ অপরাহ্ন

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সিলেট-সুনামগঞ্জ সড়কের দামোধরতপী-নোয়াগাঁওয়ের মধ্যবর্তী স্থানে বাস খাদে পড়ার ঘটনা ঘটে। এ সময় নিহত টিটু মিয়া (৩৫) নামের একজন নিহত হয়েছেন। শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত টিটু মিয়া (৩৫) সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের আঞ্জব উল্লাহর ছেলে।

এ ঘটনায় আরও অন্তত ১৫ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, রাস্তার খানাখন্দ এড়াতে গিয়ে সিলেট থেকে ছেড়ে যাওয়া দিরাইগামী গেটলক বাস ( চট্ট. মেট্রো জ ১১০৫৪৮) রাস্তার পাশে খাদে পড়ে যায়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. খালেদ। তিনি বলেন- দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020