শান্তিগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। নিহত জেলে তেরাই মিয়া (৩৫) উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের আলী আকবরের ছেলে। বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ৬ টার দিকে উপজেলার খাউয়াজুড়ি হাওরে এ মৃত্যুর ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তেরাই মিয়া সকালে মাছ ধরতে হাওরে যান। একপর্যায়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেলে বাড়ি ফিরতে শুরু করেন তিনি। বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহালের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।