1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
শান্তিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪ জুয়াড়ি আটক
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১২:১৬ অপরাহ্ন
শান্তিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪ জুয়াড়ি আটক

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
    আপডেট : ০৮ মে ২০২৩, ১১:০০:১৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪ জুয়াড়ীসহ নগদ টাকা ও জুয়াখেলার সামগ্রী উদ্ধার করেছে থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৭ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ পুলিশ পরিদর্শক(এসআই) আবুল বাশার ও আবু বক্কর বাকীর নেতৃত্বে থানা পুলিশ সদস্যদের সহযোগিতায় দরগাপাশা ইউনিয়নের আনোয়ারপুর সাকিনে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে আনোয়ারপুর গ্রামের আজাদ মিয়ার বসত ঘর থেকে জুয়া খেলার সামগ্রীসহ নগদ নগদ ৯০,৩০০/- টাকা উদ্ধার করেন।

তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় জগন্নাথপুর থানা এলাকার ইসহাকপুর গ্রামের মৃত তাজ উল্লাহের ছেলে মো. আরজু মিয়া (৫২) ও মো. ছালিক মিয়া (৫৪), একই থানার আহমাদাবাদ গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মো. মাহমদ আলী (৪৩) ও নবীগঞ্জ থানা এলাকার বুড়নপপুর গ্রামের মৃত মুতাহির মিয়ার ছেলে মুজিবুর রহমানকে (৩৯) থানা পুলিশ আটক করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ আহমদ চৌধুরী জানান, জুয়া খেলার সময় আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে আদালতে চালান দেয়া হয়েছে।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020