1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
শাবিতে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন ৬ শিক্ষক
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৫:৩৩ অপরাহ্ন
শাবিতে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন ৬ শিক্ষক

শাবিপ্রবি প্রতিনিধি
    আপডেট : ২৮ জানুয়ারী ২০২৩, ৮:৩১:২৮ অপরাহ্ন

গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ছয়টি অনুষদের ৬ জন শিক্ষক (গবেষক)। শনিবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারের উদ্যোগে আয়োজিত ১০ম বার্ষিক গবেষণা সম্মেলনে এ অ্যাওয়ার্ড প্রদান করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন, স্কুল অব এপ্ল্যাইড সাইন্সেস অনুষদের অন্তর্ভুক্ত সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের সহকারী অধ্যাপক সৌরভ রায়, স্কুল অব ফিজিক্যাল সাইন্সেস অনুষদের অন্তর্ভুক্ত পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন, স্কুল অফ সোশ্যাল সাইন্সেস অনুষদের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সেবক কুমার সাহা, স্কুল অব লাইফ সাইন্সেস অনুষদের অন্তর্ভুক্ত বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের সহযোগী অধ্যাপক ড. অজিত ঘোষ, স্কুল অব এগ্রিকালচার এন্ড মিনারেল সাইন্সেস অনুষদের অন্তর্ভুক্ত ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (এফইএস) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহমুদা ইসলাম, স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল ফেরদৌস চৌধুরী।

সাস্ট রিসার্চ সেন্টারের আয়োজনে বার্ষিক গবেষণা সম্মেলনের (রিসার্চ ফাইন্ডিংস) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসাইন, পূবালী ব্যাংক লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্ট ও সিইও মোহাম্মদ আলী, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, ভোট অব থ্যাংকস প্রধান করেন সাস্ট রিসার্চ সেন্টারের সদস্য অধ্যাপক এ জেড এম মঞ্জুর রশীদ। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, পূবালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা ও গবেষকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এবারের বার্ষিক গবেষণা সম্মেলনে ১৬টি টেকনিক্যাল সেশনে মোট ১৪৪টি গবেষণা ফলাফল উপস্থাপন করা হবে। এছাড়া চলতি বছর সাস্ট রিসার্চ সেন্টারে ১ বছর মেয়াদী ১৪৯টি গবেষণা প্রকল্প, ২ বছর মেয়াদী ২৩টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020