শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে যোগ দিয়েছেন জনসংযোগ শাখার অতিরিক্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান। রবিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আফম মিফতাহুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (৩১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে যোগ দিয়েছেন মো. ফজলুর রহমান এবং রবিবার (১ জানুয়ারি) তিনি আনুষ্ঠানিক কাজ শুরু করেন।
নতুন দায়িত্বে যোগ দেওয়ায় শাবি অফিসার্স অ্যাসোসিয়েশন সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ নতুন রেজিস্ট্রারকে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রসঙ্গত, মো. ফজলুর রহমান১৯৯৫ সালের ১৫ আগস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহকারি রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তা হিসেবে কাজ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিতকতা বিষয়ে লেখাপড়া করেন। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা ধনিয়াগাঁও গ্রামে।