1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
শামসুন্নাহারের হ্যাটট্রিকে ফাইনালে বাংলাদেশ
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৬:২৪ পূর্বাহ্ন




শামসুন্নাহারের হ্যাটট্রিকে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :
    আপডেট : ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ৯:৩৪:৩৫ অপরাহ্ন

ড্র করলেই সাফ অ-২০ চ্যাম্পিয়নশীপের ফাইনাল নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের। তবে দাপুটে জয়ে ফেবারিট হিসেবেই ফাইনালে উঠে গেছে লাল-সবুজের দল। আজ রাউন্ড রবিন লীগের শেষ ম্যাচে বাংলাদেশ ৫-০ গোলে ভুটানকে উড়িয়ে দিয়েছে।

চার দলের টুর্নামেন্টে বাংলাদেশ তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবেই ফাইনাল খেলবে। নেপাল ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় সেরা দল হিসেবে ফাইনাল খেলবে। ভারতের ফাইনালের সম্ভাবনা টিকে ছিল ভুটানের ওপর। ভুটান বাংলাদেশকে হারালেই কেবল ভারত ফাইনাল খেলতে পারতো৷

গত সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত নারী সাফে টানা তিন ফাইনাল খেলবে বাংলাদেশ। তিনটি ফাইনালেই প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নেপালকে। সেপ্টেম্বরে সিনিয়র সাফে বাংলাদেশ জিতলেও ঢাকায় অ-১৫ তে নেপাল জিতেছিল। আগামী ৯ ফেব্রুয়ারী দুই দলের সামনেই এগিয়ে যাওয়ার সুযোগ।

২২ মিনিটে বাংলাদেশের প্রথম গোলের মূল উৎস অধিনায়ক শামসুন্নাহারই। প্রায় মাঝমাঠ থেকে ক্ষিপ্র গতিতে ভুটানের দুই ডিফেন্ডারকে বক্স থেকে আকলিমার দিকে কাছে বল পাঠান বাংলাদেশ অধিনায়ক। মাটি কামড়ানো শটে বল জালে পাঠান আকলিমা। সাত মিনিট পর উন্নতি খাতুনে কর্নার থেকে হেডে বাংলাদেশকে এগিয়ে দেন লাল-সবুজ অধিনায়ক।

৫৩ তম মিনিটে স্বাগতিকদের তৃতীয় গোলের আনন্দে ভাসান অধিনায়ক। মাঝমাঠ থেকে রিপার বাড়ানো বলে নিপুণ ক্ষিপ্রতায় গায়ে লেগে থাকা ভুটানি ডিফেন্ডারকে হার মানান শামসুন্নাহার। সামনে এগিয়ে এসেছিলেন ভুটানি গোলরক্ষক, তাঁকে এগিয়ে আসতে দেখে আড়াআড়ি শটে বলকে জালে পাঠান বাংলাদেশ অধিনায়ক।

দুই মিনিটের ব্যবধানে ভুটানের জালে দুইবার বল ঠেলেন আকলিমা খাতুন ও শামসুন্নাহার। ৬০ মিনিটে আইরিন খাতুনের পাস ধরে একক দক্ষতায় নিজের দ্বিতীয় গোল করেন আকলিমা। পরের মিনিটে প্রায় একই রকম আক্রমণ থেকে হ্যাটট্রিক তুলে নেন শামসুন্নাহার।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020