1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
শারদ প্রাঙ্গণে আগমনী সুর
রবিবার, ২৭ নভেম্বর ২০২২, ০৩:৫২ পূর্বাহ্ন
শারদ প্রাঙ্গণে আগমনী সুর

স্টাফ রিপোর্ট::
    আপডেট : ০২ অক্টোবর ২০২২, ৪:১৩:১৭ অপরাহ্ন

শারদের আবহে সনাতন ধর্মাবলম্বীদের বছরব্যাপী অপেক্ষার প্রহর শেষ শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের আনন্দ। সারাদেশের ন্যায় সিলেটেও মন্ডপে মন্ডপে দুর্গা দেবীকে বরণে আয়োজনের কমতি নেই।

রবিবার (২ অক্টোবর) নগর ঘুরে দেখা যায় রামকৃষ্ণ মিশন, বলরাম আখড়া ও দুর্গাবাড়ীসহ বিভিন্ন স্থানে চলছে মহাসপ্তমীর আয়োজন।

এর আগে গতকাল শনিবার (১ অক্টোবর) দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ এবং বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্যদিয়ে উৎসবের প্রথম দিন ষষ্ঠী পূজা সম্পন্ন হয়।

এদিকে পূজাকে আনন্দমুখর করে তুলতে সিলেট জেলা জুড়ে বর্ণাঢ্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মোট কথা এখন সারদা প্রাঙ্গন গুলোতে বইছে উৎসবের আমেজ। ঢাক, ঢোল আর শঙ্খ আর উলুধ্বনির মধ্য দিয়ে মুখরিত হয়ে উঠেছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

জেলার প্রতিটি শারদ প্রাঙ্গনে পূজার আনন্দে মেতে উঠতে দেখা গেছে শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষকে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার জানান, নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের জন্য প্রতিটি মন্দিরে সব ধর্মের মানুষ নিয়ে সম্প্রীতি কমিটি গঠন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মনিটরিং রয়েছে। প্রতিটি মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, ‘সার্বিক পরিস্থিতি মোকাবিলায় এবং আনন্দঘন পূজা উদযাপন আমরা সচেষ্ট রয়েছি।’
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020