1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
শাল্লায় আশ্রয়ন প্রকল্পের ৮৯টি ঘরের উদ্বোধন বুধবার
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১১:১৩ পূর্বাহ্ন




শাল্লায় আশ্রয়ন প্রকল্পের ৮৯টি ঘরের উদ্বোধন বুধবার

শাল্লা প্রতিনিধি ::
    আপডেট : ২১ মার্চ ২০২৩, ৭:৫০:১৩ অপরাহ্ন

সুনামগঞ্জের শাল্লায় ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার’ উপহার এ শ্লোগানকে সামনে রেখে শাল্লা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২১মার্চ) উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ প্রেস ব্রিফিং করা হয়।

‘বাংলাদেশে একজনও ভূমিহীন থাকবে না’-মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনার আওতায় সারাদেশজুড়ে আশ্রয়ণ -২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের (ক-শ্রেণি) জন্য দ্বি-কক্ষ বিশিষ্ট গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।  শাল্লায় ৩য় ও ৪র্থ পর্যায়ে নির্মিত ঘরসমূহ আগামীকাল বুধবার (২২ মার্চ) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাল্লা উপজেলায় ৮৯টি ঘরের শুভ উদ্বোধন করবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তির সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব, উপজেলা সমবায় কর্মকর্তা হিরন্ময় রায়, প্রকল্প বাস্তবায়ন সরদার ফজলুল করিম, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক প্রীতম দাশ, অর্থ সম্পাদক কাজী বদরুজ্জামান, সদস্য হাবিবুর রহমান হাবিব, নিশিকান্ত দাশসহ অন্যান্য গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020