1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
শাল্লায় নব যোগদানকৃত শিক্ষকবৃন্দের পরিচিতি ও বরণ
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৯:৪২ পূর্বাহ্ন




শাল্লায় নব যোগদানকৃত শিক্ষকবৃন্দের পরিচিতি ও বরণ

শাল্লা (সুনামগঞ্জ প্রতিনিধি) :
    আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৩, ৯:২১:০৮ অপরাহ্ন

সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নব-যোগদানকৃত শিক্ষকদের পরিচিতি ও বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) শাল্লা উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে উপজেলা মিলনায়তনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব।

ডুমরা রশিকলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা চায়না সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল- মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট দিপু রঞ্জন দাশ,ভাইস চেয়ারম্যান, শাল্লা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রানী দাস ও শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়, সহ কর্মকর্তা মোঃ আবু রায়হান ও অত্র উপজেলার সকল শিক্ষক/শিক্ষিকাবৃন্দ।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020