1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
শাল্লায় নানা কর্মসূচীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন
বুধবার, ৩১ মে ২০২৩, ০৯:০৪ পূর্বাহ্ন




শাল্লায় নানা কর্মসূচীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

শাল্লা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
    আপডেট : ২৬ মার্চ ২০২৩, ৭:২৭:৪২ অপরাহ্ন

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় যথাযথ মর্যাদায় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহন করেন। সকালে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সাংস্কৃতিক সংগঠন সাংবাদিক সংগঠন প্রথম প্রহরে স্থাণীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায়।

পরে শাহীদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান স্বাধীনতা দিবসে কুচকাওয়াজে অংশ নেয়।

এ সময় মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী)ও অনুষ্ঠানে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো: আবু তালেব, ভাইস চেয়ারম্যান দীপু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রানি দাশ, শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ ,আমিনুল ইসলাম, বিভিন্ন সরকারী দফতরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা , বীর বীরাঙ্গনা, রাজনৈতিক নেতা, ও সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষকগন।

পরিশেষে নির্বাহী কর্মকর্তা আবু তালেব বক্তব্য মধ্যে দিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয়।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020