সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলী করা হয়েছে। সৈয়দ আনিসুর রহমানকে বদলী করে তার জায়গায় কোতোয়ালী মডলে থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের পদায়ন করা হয়েছে।
বিষয়টি রোববার বিকেলে নিশ্চিত করেছেন এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার সুদ্বীপ দাস।
তিনি জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. ইলিয়াস শরীফ বিপিএম (বার)-পিপিএম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমানকে বদলী করে এস্টেট এন্ড ডেভেলপমেন্ট শাখা নেয়া হয়েছে।