সুলতানুল আরেফিন, কুতবুল আউলিয়া শাহ সুফি আল্লামা আব্দুল মান্নান চৌধুরী শিঙ্গাইরকুড়ী ছাহেব (রহ) এর ৪২তম ঈসালে সাওয়াব মাহফিল আগামী ১লা জানুয়ারি ২০২৩ ইংরেজি রোজ রবিবার জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের বরকতপুরস্থ শিঙ্গাইরকুড়ী ছাহেববাড়ী সংলগ্ন মান্নানীয়া মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ১০ঘটিকা থেকে পরদিন ফজর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন মাওলানা লুৎফুর রহমান চৌধুরী পীর ছাহেব শিঙ্গাইরকুড়ী।তরবিয়ত প্রদান করবেন মাওলানা ফজলুর রহমান চৌধুরী ছাহেবজাদা শিঙ্গাইরকুড়ী (রহঃ)।
গুরুত্বপূর্ণ নসীহত পেশ করবেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মূখ্য উপদেষ্টা শায়খুল হাদীস আল্লামা ছারিমুল হক লস্কর ছাহেব। সুদুর সিরিয়া থেকে আগত শায়খ হামদি কানজু আল মাখজুমী সহ দেশের প্রখ্যাত আলিম-উলামা, পীর-মাশায়েখ, ইসলামী চিন্তাবিদগণ। উক্ত মাহফিলে আপনাদের উপস্থিতি কামনা করি।