1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
শায়েস্তাগঞ্জে অটোরিকশা থেকে পড়ে প্রাণ গেলো শিক্ষিকার
বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২, ০১:১৪ অপরাহ্ন
শায়েস্তাগঞ্জে অটোরিকশা থেকে পড়ে প্রাণ গেলো শিক্ষিকার

বাংলানিউজএনওয়াই ডেস্ক
    আপডেট : ১২ আগস্ট ২০২২, ৮:৪২:৩৫ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জ উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা থেকে পড়ে গিয়ে সুপ্তা দাশ (২৮) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে সকালে শায়েস্তাগঞ্জের দেউন্দি সড়কে কাশিপুর এলাকায় অটোরিকশা থেকে পড়ে আহত হয়েছিলেন তিনি।

নিহত সুপ্তা দাশ শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার মাহমুদপুর গ্রামের পবিত্র দাশের মেয়ে।

বিদ্যালয়ের দপ্তরি হেলাল মিয়া জানান, সুপ্তা সকাল ৯টায় বাড়ি থেকে অটোরিকশায় করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে দেউন্দি সড়কে একটি ব্রিজের পাশে অটোরিকশাটি দাঁড়ায়। এরপর চালক হঠাৎ করে জোরে অটোরিকশাটি চালিয়ে সামনে এগিয়ে গেলে সুপ্তা ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যান। এতে তার মাথার পেছনে গুরুতর আঘাত লাগে। এ অবস্থায় তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সুপ্তা সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020