1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে জুড়ীতে মানববন্ধন
বুধবার, ১০ অগাস্ট ২০২২, ০১:২৭ অপরাহ্ন
শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে জুড়ীতে মানববন্ধন

জহিরুল ইসলাম সরকার, জুড়ী
    আপডেট : ০৩ জুলাই ২০২২, ১০:৩৫:০৪ অপরাহ্ন

সারাদেশে শিক্ষকদের লাঞ্ছনা-নির্যাতন ও শিক্ষক হত্যার প্রতিবাদে মৌলভীবাজার জেলার জুড়ীতে মানববন্ধন করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। রোববার (৩ জুলাই) দুপুরে বিজিবি ক্যাম্প চত্বরে সম্মিলিত শিক্ষক পর্ষদ জুড়ী উপজেলার ব্যানারে তারা এ মানববন্ধন করেন।

মাধ্যমিক শিক্ষক সমিতি জুড়ী উপজেলা শাখার আহবায়ক ও মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলীর সভাপতিত্বে এবং তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের সহকারী অধ্যাপক হিরন্ময় দেবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফরহাদ আহমদ, সাগরনাল-ফুলতলা শাহ নিমাত্রা কলেজের অধ্যক্ষ মো. জহির উদ্দিন, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস, নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি দাস, জায়ফর নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রথীশ চন্দ্র দাস, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরমান আলী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক রুদ্র পাল, মুজিবুর রহমান, ফরমান আলী, প্রভাষক শিব্বির আহমদ, সহকারী শিক্ষক আব্দুল মান্নান, সাংবাদিক সংবাদকর্মী কল্যাণ প্রসূন চম্পু, এপে. রাজু আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, চট্রগ্রাম, সিলেট, সাতক্ষীরা, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, নড়াইলসহ দেশব্যাপী শিক্ষকদের ওপর জুলুম-নির্যাতনের কোন বিচার না হওয়ায় সাভারের শিক্ষক উৎপল কুমারকে নির্মমভাবে হত্যা করা হয়। অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস কে লাঞ্চিত করা হয়। এই নির্যাতন বন্ধে শিক্ষক সুরক্ষা আইন প্রণয়নের উদ্যোগ নেয়ার আহ্বান জানান তারা।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020