1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
শিক্ষার মানোন্নয়নে সরকার নিরলশভাবে কাজ করে যাচ্ছে : নাহিদ
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৫:২৮ অপরাহ্ন




শিক্ষার মানোন্নয়নে সরকার নিরলশভাবে কাজ করে যাচ্ছে : নাহিদ

গোলাপগঞ্জ প্রতিনিধি
    আপডেট : ১৪ মার্চ ২০২৩, ৮:৪১:৩৮ অপরাহ্ন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। মেধা ও মননশীলতার সহিত শিশুদের বিকাশে শিক্ষাক্ষেত্রে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে নতুন অবকাঠামো বৃদ্ধি করছে। শিক্ষার মানোন্নয়নে সরকার নিরলশভাবে কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার সকাল ১০টায় গোলাপগঞ্জ উপজেলার সরকারি এমসি একাডেমীতে ৩কোটি ২০লক্ষ টাকা ব্যয়ে নির্মিত নতুন দুটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় সরকারি এমসি একাডেমীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত কুমার তালুকদারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মুস্তাফিজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সিলেট জোনের নির্বাহী প্রকৌশলী মো: নজরুল হাকিম, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, সিলেট জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, সরকারি এমসি একাডেমীর সাবেক অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর প্রমুখ।

পরে উপজেলা অডিটোরিয়ামে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন তিনি। এসময় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020