1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
শুভ বুদ্ধ পূর্ণিমা আজ : সিলেটে ব্যাপক কর্মসূচী
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১২:০২ অপরাহ্ন




শুভ বুদ্ধ পূর্ণিমা আজ : সিলেটে ব্যাপক কর্মসূচী

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
    আপডেট : ০৪ মে ২০২৩, ৮:১১:০৯ পূর্বাহ্ন

আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। দেশের বৌদ্ধ সম্প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা সাড়ম্বরে উদযাপন করবে। ‘জগতের সকল প্রাণী সুখী হোক’ এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ-এই স্মৃতি বিজড়িত দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসাবে পালন করেন বৌদ্ধ ভক্তরা।

গৌতম বুদ্ধের শুভজন্ম, বোধিজ্ঞান ও নির্বাণ লাভ- এই ত্রিস্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি বুদ্ধপূর্ণিমা নামে পরিচিত।

বৌদ্ধ ধর্ম মতে, আজ থেকে আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তাঁর জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর (বৈশাখী পূর্ণিমা) অপর নাম দেয়া হয় ‘বুদ্ধ পূর্ণিমা’।
সারাদেশে রাষ্ট্রীয় ছুটির এ দিনের শুরুতে শান্তি, শোভাযাত্রা ও বৌদ্ধ মঠ ও মন্দিরগুলোতে দিনব্যাপী প্রদীপ প্রজ্বলন, পূজা ও প্রার্থনার আয়োজন করেছে বুদ্ধের আদর্শ অনুসারী বৌদ্ধ সম্প্রদায়। এ উপলক্ষে দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাত ফেরি, সমবেত প্রার্থনা, আলোচনা সভা ও বুদ্ধ পূজা অনুষ্ঠিত হবে। এছাড়াও মানব জাতির সর্বাঙ্গীন শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

বৌদ্ধ সমিতির কর্মসূচী
শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সিলেট বৌদ্ধ সমিতি কর্তৃক দুদিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। অনুষ্ঠানমালার প্রথম দিন আজ বুধবার বিকাল ৪টায় শান্তি শোভাযাত্রা ও কাল ৫ মে সিলেট বৌদ্ধ বিহারে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজন করা হয়েছে। এতে সিলেট বিভাগে অবস্থানরত বৌদ্ধ সাধারণের উপস্থিতি কামনা করা হয়েছে।

বৌদ্ধ সমিতি কর্তৃক শান্তি শোভাযাত্রায় পুলিশ কমিশনার, এসএমপি ও সিলেটের জেলা প্রশাসক উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের ২য় দিন (৫ মে) বিকেলের অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এছাড়াও সকালের অধিবেশনে অতিথি হিসেবে ভারতীয় সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020