1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
শেখের বেটি ভয় পায়না, ভয় দেখিয়ে লাভ নেই : সুনামগঞ্জে কাদের
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৫:১৯ পূর্বাহ্ন




শেখের বেটি ভয় পায়না, ভয় দেখিয়ে লাভ নেই : সুনামগঞ্জে কাদের

সুনামগঞ্জ প্রতিনিধি :
    আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২৩, ৪:৫৫:১৬ অপরাহ্ন

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই। শেখের বেটি ভয় পায়না, ভয় দেখিয়ে লাভ নেই। কারণ শেখ হাসিনা দেশ ছেড়ে পালাবে না। মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে তারেক রহমান। এখন সে ফেরারী আসামী। লন্ডন বসে বিলাসী জীবন যাপন করছে আর ফেসবুক লাইভে হুংকার দিচ্ছে। সাহস থাকলে সামনে আসুন খেলা হবে। আওয়ামী লীগ খেলার জন্য প্রস্তুত।

কাদের বলেন,আওয়ামী লীগ খালি মাঠে গোল দেবে না। তবে আগুন দিতে আসলে ঐ হাত পুড়িয়ে দেয়া হবে। আওয়ামী লীগ ফাইনাল খেলার জন্য প্রস্তুত। নির্বাচনে আসুন তখনই দেখা যাবে কার পায়ের নীচে মাটি আছে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ও শক্তিশালী। ঐক্যবদ্ধ থাকলে কোন ভয় নেই। বিএনপির মুখে দুর্নীতির কথা মানায় না কারণ বিএনপি পাচঁ পাচঁ বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড আছে। বিএনপি বলে আমরা নাকি পাল্টা সমাবেশ করি। না আমরা পাল্টা সমাবেশ কেন করব । আমরা নির্বাচনের আগ পর্যন্ত প্রতিদিন সভা সমাবেশ করব ।

বিএনপিকে উদ্দেশ্য করে কাদের বলেন, ইউনিয়নে ইউনিয়নে মিছিল সমাবেশ করার ঘোষনা দিয়েও আপনারা করতে পারেন নি। অথচ আওয়ামী লীগ শান্তি সমাবেশ করছে। সারা দেশে হাজার হাজার মানুষের সমাগম হচ্ছে। তিনি বলেন, সুনামগঞ্জ জেলা এক সময় গ্রামের বাজারের মত মনে হত। আর এখন আধুনিক শহরের পরিবেশ। ১৪ বছর আগের সুনামগঞ্জ আর আজকের সুনামগঞ্জ অনেক পরিবর্তন। সকল উন্নয়নের রুপকার শেখ হাসিনা। বাংলাদেশে দুটি মানুষের মৃত্যু নেই একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর অন্য জন তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা আর শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি তাই তারা অমর হয়ে থাকবেন।

১১ ফেব্রুয়ারি শনিবার সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন ২০২৩ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, ডাঃ মুশফিকুর রহমান, উপ দপ্তর সম্পাদক সায়েম খান , পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, শামীমা শাহরিয়ার, ডঃ জয়া সেন গুপ্ত।

এছাড়াও সিলেট ও সুনামগঞ্জ জেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ওবায়দুল কাদের সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট কে সভাপতি ও নোমান বখত পলিন কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষনা করেন।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020