1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
শেষ ষোলোতে কখন কে কার মুখোমুখি হচ্ছে?
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৬:০৪ অপরাহ্ন




শেষ ষোলোতে কখন কে কার মুখোমুখি হচ্ছে?

স্পোর্টস ডেস্ক:
    আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১:৩৩:৩৯ অপরাহ্ন

শেষ হলো কাতার বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা। শেষ দিনে শুক্রবার ক্যামেরুনের কাছে ০-১ গোলে হেরেছে ব্রাজিল। যদিও এদিন দ্বিতীয় সারির একটি দল খেলিয়েছেন কোচ তিতে। কারণ তার দল আগেই পেয়েছিল দ্বিতীয় রাউন্ডের টিকেট! ক্যামেরুন জিতলেও বিদায় নিয়েছে কাতার বিশ্বকাপ থেকে। হেরেও গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিল। জি গ্রুপ থেকে রানার্স আপ হয়ে নকআউট পর্বের টিকিট পেয়েছে সুইজারল্যান্ড। সুইচদের কাছে চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচ ১-০ গোলে হারেই কপাল পোড়ে আফ্রিকান অদম্য সিংহদের।

ব্রাজিল দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়াকে। আজ শনিবার রাত থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা। নক আউট পর্বের প্রথম দিনই নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এবারের লড়াইয়ে যে দল হারবে সেই দলই বিদায় নেবে বিশ্বকাপ থেকে। আর বিজয়ী দল চলে যাবে কোয়ার্টার ফাইনালে।

আজ শনিবার রাতে নক আউট পর্বের খেলা শুরু হয়ে শেষ হবে ৬ ডিসেম্বর রাতে। প্রতি রাতেই দুটি করে ম্যাচ রয়েছে। একটি শুরু হবে রাত ৯টায়। অপরটি রাত ১টায় শুরু হবে। নক আউট পর্বের প্রথম ম্যাচে আজ রাত ৯টায় মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট। আগামী মঙ্গলবার রাতে পর্তুগাল ও সুইজারল্যান্ডের ম্যাচ দিয়ে শেষ হবে এ পর্বের খেলা।

একনজরে দেখে নেওয়া যাক দ্বিতীয় রাউন্ডের খেলা

নেদারল্যান্ডস বনাম যুক্তরাষ্ট্র : ৩ ডিসেম্বর, শনিবার রাত ৯টা, খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আল রাইয়ান।

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া : ৩ ডিসেম্বর, শনিবার, রাত ১টা, আহমেদ বিন আলি স্টেডিয়াম, আল রাইয়ান

ফ্রান্স বনাম পোল্যান্ড : ৪ ডিসেম্বর, রবিবার, রাত ৯টা, আল থুমামা স্টেডিয়াম, দোহা

ইংল্যান্ড বনাম সেনেগাল : ৪ ডিসেম্বর, রবিবার, রাত ১টা, আল বাইত স্টেডিয়াম, আল খোর

জাপান বনাম ক্রোয়েশিয়া : ৫ ডিসেম্বর, সোমবার, রাত ৯টা, আল জয়নাব স্টেডিয়াম, আল ওয়াকরা

ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া : ৫ ডিসেম্বর, সোমবার, রাত ১টা, স্টেডিয়াম ৯৭৪, দোহা

মরক্কো বনাম স্পেন : ৬ ডিসেম্বর, মঙ্গলবার, রাত ৯টা, এডুকেশন সিটি স্টেডিয়াম, আল রাইয়ান

পর্তুগাল বনাম সুইজারল্যান্ড : ৬ ডিসেম্বর, মঙ্গলবার, রাত ১টা, লুসাইল স্টেডিয়াম, লুসাইল




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020