1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
শ্রীমঙ্গলে লাংলিয়াছড়া পুঞ্জিতে সাধু পল গীর্জার উদ্বোধন
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৩:৫৭ অপরাহ্ন




শ্রীমঙ্গলে লাংলিয়াছড়া পুঞ্জিতে সাধু পল গীর্জার উদ্বোধন

শ্রীমঙ্গল প্রতিনিধি
    আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ১০:০২:০৩ অপরাহ্ন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার প্রত্যন্ত দুর্গম লাংলিয়াছড়া খাসিয়া পুঞ্জিতে কাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য নবনির্মিত সাধু পলের গীর্জার শুভ উদ্বোধন করা হয়েছে। প্রাকৃতিক নয়নাভিরাম পরিবেশে গীর্জাটি নির্মাণ করা হয়।

রোববার ( ১৮ ডিসেম্বর) এই আয়োজনে আশির্বাদ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

পুঞ্জির কাথলিক মণ্ডলীর রাংবা বালাং (প্রধান) টমাস পডুয়েং-এর সভাপতিত্বে ও ফাদার পিউস পডুয়েং-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ অনুষ্ঠানের আশির্বাদ করেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চ বিশপ বিজয় এন, ডি ক্রুজ, ওএমআই।

বিশেষ অতিথি ছিলেন, সিলেট ধর্মপ্রদেশের বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ, ঢাকা হলিক্রস-এর প্রভিন্সিয়াল ফাদার জর্জ কমল রোজারিও, ঢাকা ধর্ম প্রদেশের ভিকার জেনারেল ফাদার গাব্রিয়্যাল কোড়াইয়া, ফাদার জেমস ক্লেমেন্ট ক্রুজ সিএসসি, শ্রীমঙ্গল কাথলিক মিশনের পাল পুরোহিত ফাদার নিকোলাস বাড়ৈ সিএসসি, ডিমাই কাথলিক মিশনের ফাদার যোসেফ গমেজ, কারিতাস সিলেটের আঞ্চলিক পরিচালক বনিফাস খংলা ও ফাদার কেভিন কুবি, লাংলিয়াছড়া পুঞ্জির মান্রী কিরি লাংথং, ডাবলছড়া পুঞ্জির রাংবা বালাং ভিক্টর সুমের,নেরিয়ুস বুয়াম এবং ঢাকার বিভিন্ন মিশন থেকে আগত ফাদার,সিস্টার, বিভিন্ন খাসিয়া পুঞ্জির মণ্ডলীর প্রধানগণ।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি আর্চ বিশপ বিজয় এন,ডি ক্রুজ ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে সাধু পলের গীর্জার শুভ উদ্বোধন করেন। পরে কাথলিক মণ্ডলির রাংবা বালাং (মণ্ডলীর প্রধান) টমাস পডুয়েং-এর হাতে নবনির্মিত গীর্জার চাবি তুলে দেন।

এরপর শুরু হয় নবনির্মিত সাধু পলের গীর্জার আশির্বাদের প্রার্থনা অনুষ্ঠান। আশির্বাদ ও প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন আর্চ বিশপ বিজয় এন, ডি, ক্রুজ ওএমআই। প্রার্থনার শুরুতেই শুভেচ্ছা বক্তব্যে তিনি ধন্যবাদ জানান যাদের অক্লান্ত প্রচেষ্টায় গীর্জাটি নির্মিত হয়েছে সে সকল মানুষদেরকে। প্রার্থনা অনুষ্ঠানের পর পরেই শুরু হয় লাংলিয়াছড়া পুঞ্জির খাসি শিশুদের পরিবেশনায় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020