1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
শ্রীমঙ্গলে হাতেনাতে মোটরসাইকেল চোর আটক
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৯:১৩ পূর্বাহ্ন




শ্রীমঙ্গলে হাতেনাতে মোটরসাইকেল চোর আটক

শ্রীমঙ্গল প্রতিনিধি
    আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ৬:৩২:১০ অপরাহ্ন

শ্রীমঙ্গলে মোটর সাইকেল চুরি করার সময় হাতেনাতে হাবিবুর রহমান (২২) নামে এক মোটর সাইকেল চোরকে আটক করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সুত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর বিকাল আনুমানিক আড়াইটার সময় শ্রীমঙ্গল থানাধীন ভৈরবগঞ্জ বাজারের মো. মুস্তাকিন মিয়ার মোটরসাইকেল ওয়ার্কসপ দোকানের সামনে রাস্তা থেকে তার ব্যবহৃত একটি EMMA ১০০সিসি মোটরসাইকেল চুরি করে পালানোর সময় এলাকার লোকজন মোটরসাইকেলসহ মো. হাবিবুর রহমানকে (২২) আটক করেন।

খবর পেয়ে শ্রীমঙ্গল থানার এসআই আনোয়ারুল ইসলাম পাঠান সঙ্গীয় ফোর্সসহ ভৈরবগঞ্জ বাজারে উপস্থিত হয়ে মোটরসাইকেলটি জব্দ করেন এবং আসামীকে পুলিশ হেফাজতে গ্রহন করেন।

মো. মুস্তাকিন মিয়ার লিখিত অভিযোগের প্রেক্ষিতে শ্রীমঙ্গল থানায় একটি চুরি মামলা রুজু হয়। আসামীকে আজ শনিবার (৩১ ডিসেম্বর) সকালে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020