সিলেট স্টেশন ক্লাব লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ক্লাবের সিনিয়র সদস্য মো. আতাউর রহমান এর সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাব প্রেসিডেন্ট নূরউদ্দিন আহমদ এডভোকেট। প্রতিবেদন পেশ করেন ক্লাব সেক্রেটারি পরাগ কান্তি দেব।
বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচন কমিশনের আহ্বায়ক মো. মফুর আলী এডভোকেট ও সদস্য একেএম মামুর রশিদ এবং আহমেদ তাজদিকুল মৌলা বাপ্পির পরিচালনায় বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
২০২৩ সালের সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের পরিচালনা পরিষদের নির্বাচিতরা হলেন, প্রেসিডেন্ট মঞ্জুর আহমদ চৌধুরী, ভাইস-প্রেসিডেন্ট অ্যাডভোকেট শাহ মো: মোশাহিদ আলী, সদস্য (অর্থ ও পরিকল্পনা বিভাগ) দেলোয়ার জাহান চৌধুরী আপেল, সদস্য (ব্যবস্থাপনা বিভাগ) সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সদস্য (উন্নয়ন ও আবাসিক বিভাগ) নেহাল মোহাম্মদ হাসনাইন, সদস্য (বিনোদন বিভাগ) কয়ছর আহমেদ ওরফে আব্দুল মোমিন, সদস্য (ক্রীড়া বিভাগ) মুফতি এ.এস. শামীম আহমদ, সদস্য (সাংস্কৃতিক বিভাগ) মো: তাহমিনুল ইসলাম খান এডভোকেট, সদস্য (আপ্যায়ন বিভাগ) মিসবাহ উদ্দিন চৌধুরী রূপন।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের ২০২৩ সালের নব নির্বাচিত প্রেসিডেন্ট ভাইস-প্রেসিডেন্টসহ সকল সদস্যবৃন্দকে অভিনন্দন জানান ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট নুরুদ্দিন আহমদ এডভোকেট ও বার্ষিক সাধারণ সভার সভাপতি মো. আতাউর রহমান ।