1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
ষড়যন্ত্রের বিরুদ্ধে সিলেটে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৬:৫৯ পূর্বাহ্ন




ষড়যন্ত্রের বিরুদ্ধে সিলেটে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

বাংলানিউজএনওয়াই ডেস্ক::
    আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ৬:২৯:০১ অপরাহ্ন

দেশব্যাপী বিএনপির অগ্নিসন্ত্রাস, গুজব ও সরকার বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১২ডিসেম্বর ২০২২) দুপুর ১টায় সিলেট শহরের তেলিহাওড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মিছিল শেষ হয়।

মিছিল শেষে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ পাঠাগার বিষয়ক সম্পাদক এম আর মুহিব এর সভাপতিত্বে এবং সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সৌরভ জায়গীরের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাওয়াদ ইবনে জাহিদ খান। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাক্কুর আহমদ জনি, ছাত্রলীগ নেতা শাহান আহমদ, আব্দুস সাদিক তারেক, মামুন আহমদ, শাওন তালুকদার, হেলাল আহমদ, ওলিউর রহমান, আবু তায়েফ, খলিলুর রহমান, ইয়াছিন আহমদ, দীপু ঘোষ, ইমন ইবনে সম্রাজ, দ্বীপ রাজ দাস, আসিফ হায়দার মাহি, মেহেদী হাসান সুমন, মোঃ আল আমিন আহমদ, সিদ্দিকুর রহমান প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বর্তমান গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে সা¤প্রতিক সময়ে বিএনপি-জামায়াত জোটের অপপ্রচার, দেশব্যাপী অগ্নিসন্ত্রাস, গুজব ও নানাবিধ ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তারা আরো বলেন বিএনপি জামায়াত মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে ফায়দা লুটার ধান্দায় আছে। বাংলাদেশ ছাত্রলীগ অতন্দ্র প্রহরীর মতো সজাগ রয়েছে। বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র সফল হতে দেবে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের যে ধারা সূচনা হয়েছে তা অব্যাহত রাখতে শরীরের শেষ রক্ত বিন্দু দিতেও বাংলাদেশ ছাত্রলীগ প্রস্তুত রয়েছে ।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020