1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
সকালে এক কাপ লিকার চা মুখে তুলুন, তারপর দেখুন ম্যাজিক
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১০:৩৫ পূর্বাহ্ন




সকালে এক কাপ লিকার চা মুখে তুলুন, তারপর দেখুন ম্যাজিক

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
    আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ৩:০৬:৩৭ অপরাহ্ন

বাঙালি বিশ্বের যে প্রান্তেই থাকুক, সকালে উঠে এক কাপ চা না হলে যেন চলে না। এমনকি আমাদের ভালোবাসাতেও মিশে রয়েছে চায়ের ছোঁয়া। চা হলো আমাদের রুটিনের অংশ। বেঁচে থাকতে আমাদের যেমন খাবার খেতে হয়, ঠিক তেমনই মুখে ছুঁইয়ে নিতে হয় চায়ের পেয়ালা। তারপরই কাজে আসে উদ্যম।

এই পানীয়ের স্বাদ যেমন মোহিত করে, ঠিক তেমনই এর গুণও কিন্তু কম নয়। গবেষণায় দেখা গেছে, বহু ঘাতক অসুখকে দূর করে চা। তবে এই গুণ পেতে চাইলে সকালে দুধ চা পান করার বদলে এক কাপ লিকার চা মুখে তোলার চেষ্টা করুন। তাতেই মিলবে একাধিক উপকার।

তাই তো চিকিৎসা বিজ্ঞানীরা বারবার সকালে কালো চা বা ব্ল্যাক টি খাওয়ার পক্ষে সাওয়াল করছেন। এখন প্রশ্ন হলো, লিকার চা খেলে কী কী উপকার মেলে? আসুন জেনে নেওয়া যাক।

​অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার​

​চায়ে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদান শরীরের জন্য অত্যন্ত উপকারী। বিজ্ঞানীরা জানাচ্ছেন, চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দিতে পারে। ফলে কোষের ক্ষতি রোধ করা যায়। এই কারণে ক্রনিক বিভিন্ন অসুখ প্রতিরোধ করা সম্ভব হয়।

হেলথলাইন জানাচ্ছে, চায়ে থাকা পলিফেনলস যেমন ক্যাটেচিনস, থিয়াফ্লাভিন, থায়ারুবিগিনস স্বাস্থ্যের উন্নতি ঘটায়। তবে লিকার চা চিনি ছাড়া খাওয়াই উপকারী। চিনি মেশালে চায়ের গুণ কমে যায়।

হার্টের বন্ধু লিকার চা​

হার্টের স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে সতর্ক হতে বলছেন বিশেষজ্ঞরা। কারণ এখন কম বয়সেও অনেকে এই অঙ্গের রোগে আক্রান্ত হচ্ছেন। শুধু আক্রান্ত নন, প্রাণও হারিয়ে ফেলছেন। তাই এই অঙ্গের গতিবিধির দিকে খেয়াল রাখাটা আমাদের অবশ্য কর্তব্য।

এই কাজে আপনাকে সাহায্য করতে পারে এক কাপ লিকার চা। এতে রয়েছে এমন কিছু ফ্ল্যাভানয়েডস যা কোলেস্টরল, ট্রাইগ্লিসারইডসের মাত্রা কমাতে পারে। ফলে হার্ট সুস্থ থাকে। হৃদরোগের আশঙ্কাও কমে।

​অন্ত্রের খেয়াল রাখে​

​বাঙালি মানেই পেটের সমস্যা। বদহজম, গ্যাস, অ্যাসিডিটি, পেট ফাঁপার মতো সমস্যা লেগেই রয়েছে। এই পরিস্থিতিতে আপনার পেটের জন্য খুশির খবর বয়ে আনতে পারে লিকার চা।

গবেষণায় দেখা গেছে, অন্ত্রে থাকা ভালো ব্যাকটেরিয়ার খেয়াল রাখতে পারে লিকার চা। এই ব্যাকটেরিয়া পর্যাপ্ত পরিমাণে থাকলে পেটের সমস্যা থেকে অনায়াসে মুক্তি পাওয়া যায়। এছাড়া অন্ত্র সুস্থ থাকলে দুশ্চিন্তা, বিভিন্ন বিপাকীয় অসুখ এমনকি কিছু ধরনের ক্যানসার থেকেও মুক্তি মেলে।

​প্রেশার কমাতে পারে লাল চা​

​হাই প্রেশার এখন প্রতিটি ঘরে ঢুকে গেছে। দুর্ভাগ্যের বিষয় হলো, অনেকেই জানেন না যে এই অসুখ তাদের শরীরে বাসা বেঁধে রয়েছে। যারা জানেনও তারাও নিয়ম মেনে চলেন না। ফলে উচ্চ রক্তচাপের সমস্যা কমতে চায় না।

তবে এই সমস্যা সমাধানে কাজে লাগতে পারে লিকার চা। গবেষণা বলছে, সকালে লিকার চা পান করলেই কিছুটা কমতে পারে ব্লাড প্রেশার। তবে লিকার চা খাওয়ার পাশাপাশি নিয়মিত ওষুধও খেতে হবে।

​স্ট্রোকের আশঙ্কা কমায়​

​আমাদের মস্তিষ্কে অসংখ্য রক্তনালী রয়েছে। এই রক্তনালীর ভেতর ময়লা জমলে রক্তচলাচলে ব্যাঘাত ঘটে। এই কারণেই হয় স্ট্রোক।

মনে রাখবেন, এই অসুখ সবসময়ই প্রাণঘাতী। তাই স্ট্রোকের মতো অসুখ প্রতিরোধে জোর দেন বিশেষজ্ঞরা। আর এক্ষেত্রে সকালবেলা লিকার চা খেলেই স্ট্রোক প্রতিরোধ সম্ভব। তাই আর দেরি না করে কাল সকাল থেকেই চা পান করুন। তবে অবশ্যই চায়ের সঙ্গে একটা বিস্কুট খেতে ভুলবেন না যেন!




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020