1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
সনাতন যুবফোরাম সভাপতির শারদ শুভেচ্ছা
সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২, ০৪:৪১ পূর্বাহ্ন
সনাতন যুবফোরাম সভাপতির শারদ শুভেচ্ছা

বাংলানিউজএনওয়াই ডেস্ক::
    আপডেট : ০১ অক্টোবর ২০২২, ৭:৪৭:২৬ অপরাহ্ন

সনাতন যুবফোরাম, নিম্বার্ক আশ্রম এর সভাপতি প্রদীপ কর্মকারের পক্ষ থেকে সবাইকে শারদ শুভেচ্ছা জানানো হয়েছে। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রতিবছর শারদীয় দুর্গোৎসবের অনাবিল আনন্দ উপভোগ করেন শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীরাই নয়, অন্য ধর্মের বিশ্বাসীরাও। শারদীয় দুর্গোৎসব বারবার সম্প্রীতির দৃষ্টিকে উজ্জ্বলতর করে দেয়। ফলে দুর্গাপূজায় প্রধান হয়ে ওঠে অজস্র মানুষের মিলন মেলা ও সম্প্রীতির মেলবন্ধনে অফুরান এক আনন্দোৎসব।

তিনি বলেন, সর্ব ধর্ম, সর্ব বিশ্বাসের সম্মিলিত অমোঘ শক্তির পবিত্র দর্শন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি নতুন দিনের অগণিত তরুণ বয়সীদের কাছে। ‘যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল’—এই দায়িত্ববোধ থেকে যেন কখনো বিচ্যুত না হই- এবারের শারদীয় উৎসবে এটাই আমার প্রার্থনা। সেই সাথে এটাও কামনা করি যে, প্রিয় ভূখণ্ডের ঐতিহ্যিক দর্শন আর মহান মুক্তিযুদ্ধের পবিত্র চেতনার বিরুদ্ধে অসুর সৃষ্ট পূতি গন্ধময় বেনোজলের ক্ষীণ স্রোত যেন ভেসে যায় শুভ সম্প্রীতির বেগবান স্বচ্ছ ঝর্ণাধারায়। সবাইকে শারদীয় শুভেচ্ছা।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020