1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
সফরকালে কোনো যাত্রী করোনা আক্রান্ত হলে তার চিকিৎসা খরচ বহন করার ঘোষণা এমিরেটসের
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০২:৩৩ অপরাহ্ন




সফরকালে কোনো যাত্রী করোনা আক্রান্ত হলে তার চিকিৎসা খরচ বহন করার ঘোষণা এমিরেটসের

অনলাইন ডেস্ক
    আপডেট : ২৫ জুলাই ২০২০, ৬:৩৪:৪৭ পূর্বাহ্ন

সফরকালে করোনা ভাইরাসে আক্রান্ত হলে যাত্রীর চিকিৎসা খরচ ও কোয়ারেন্টিনের খরচ বহন করবে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন। বিশ্বে এমন ঘোষণা তারাই প্রথম দিয়েছে। তারা বলেছে, সফরকালে কেউ করোনায় আক্রান্ত হলে তার চিকিৎসাখাতে এক লাখ ৭৩ হাজার ডলার পর্যন্ত খরচ করবে এমিরেটস। এছাড়া ১৪ দিনের কোয়ারেন্টিনের খরচ ১০০ ইউরো পর্যন্ত বহন করবে তারা। বিমানের সব শ্রেণির আরোহীর জন্যই এই নিয়ম কার্যকর হবে। আগামী ৩১ শে অক্টোবর পর্যন্ত এই নিয়ম চালু থাকবে। বলা হয়েছে, এই ঘোষণা কোনো যাত্রীর প্রথম সফর শুরু থেকে ৩১ দিনের জন্য কার্যকর থাকবে। ফলে যাত্রীরা এমিরেটস থেকে যেকোনো গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে এই সুবিধা নিতে পারেন।

এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।এমিরেটস গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতুম এক বিবৃতিতে বলেছেন, করোনা সংক্রমণের ঝুঁকির বিষয়ে প্রতিটি পদক্ষেপ নিয়ে কঠোরভাবে কাজ করেছে এমিরেটস। এ জন্য আমাদের বুকিং পলিসি শিথিল করা হয়েছে। এখন আমরা সেটাকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাচ্ছি। তার মধ্যে আমাদের কাস্টমারদের বিনামূল্যে করোনার চিকিৎসা দেবো। কোয়ারেন্টিনের খরচ বহন করবো।
ভ্রমণকারীদের আস্থা বাড়াতে এমন পদক্ষেপে এমিরেটসই প্রথম। তবে একই রকম প্রস্তাব দিয়েছে মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান। তারা বলেছে, কেউ তাদের দেশে অবকাশ যাপনে যেয়ে করোনায় আক্রান্ত হলে তাকে তিন হাজার ডলার ক্ষতিপূরণ দেবে। ভূমধ্যসাগরীয় দ্বীপ সাইপ্রাস জুনে নির্বাচিত কিছু দেশের জন্য সীমান্ত খুলে দিয়েছে। তারাও ভ্রমণকারীদের অবস্থানের সময় করোনা পজেটিভ ধরা পড়লে তাদের থাকা, খাওয়া, পানীয় ও চিকিৎসার খরচ দেয়ার প্রস্তাব দিয়েছে।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020