পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৫ জুন) স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, তথ্য আছে, পদ্মা সেতুর বিরোধীরা এমন একটা ঘটনা ঘটাবে যেন পদ্মা সেতু উদ্বোধন করতে না পারি। দেশের বিভিন্ন জায়গায় আগুন, সব জিনিস রহস্যজনক। তাই তিন বাহিনীর প্রধানসহ সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, বিদেশি অতিথিরা এসএসফের ভূয়সী প্রশংসা করেছেন। এটা ধরে রাখতে হবে। তারা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের নিরাপত্তা দিচ্ছেন। এসএসএফের জন্য দোয়া করি।
শেখ হাসিনা বলেন, যতটুকু পেরেছি এসএসএফকে আধুনিক করেছি। অন্যান্য বাহিনীকেও আধুনিক করার পদক্ষেপ নিয়েছি। প্রত্যেকটি বাহিনী জঙ্গিবাদ, সন্ত্রাস দমনে দায়িত্ব পালন করেছে। যে কারণে এগুলো নিয়ন্ত্রণ করতে পেরেছি। অনুষ্ঠানে এসএসফের মহাপরিচালক মেজর জেনারেল মো. শফিকুর রহমানসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, তিন বাহিনী প্রধান, রাজনৈতিক নেতা ও এসএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।