1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
সব হারিয়ে পুড়ছে বাংলাদেশ
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৫:১০ অপরাহ্ন




সব হারিয়ে পুড়ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :
    আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২৩, ৭:৪৬:৪২ অপরাহ্ন

ছেলেদের মতোই আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ বাংলাদেশ। টানা ৪ ম্যাচ হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। ২০১৪ সালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে পরাজয়ের ধারা বজায় থাকলো। এই নিয়ে বিশ্বকাপে যে টানা ১৭ পরাজয় সঙ্গী।

সব শেষ গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ উইকেটে হারের পর পেসার জাহানারা আলম জানালে তারা তাকিয়ে আছেন পরের বিশ্বকাপের দিকে। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে। শ্রীলঙ্কার কাছে ৭ উইকেট, অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেট, নিউজিল্যান্ডের কাছে ৭১ রান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ উইকেটের হার।

ব্যর্থতা নিয়ে সংবাদ সম্মেলনে জাহানারা আলম নিজেও হতাশার কথা বলেন, ‘অবশ্যই খুব খারাপ লাগে। শুধু পেস বোলার হিসেবে আমারই নয়, মাঠে ১১ জনের সবারই খারাপ লাগে। ‘বিশেষ করে, যে সুযোগ হাতছাড়া করে, তার সবচেয়ে বেশি খারাপ লাগে। তবে সেই মুহূর্ত থেকে ইতিবাচক ভাবনা রেখে ঘুরে দাঁড়াতে হয়। এভাবেই প্রতিটি ক্রিকেটারের ভাবা উচিত।’

আগের বিশ্বকাপগুলোর মতো এবারের বিশ্বকাপে হতাশা সঙ্গী টাইগ্রেসদের। তিনি আরও বলেন,‘এটা আমাদের পঞ্চম বিশ্বকাপ। প্রতিটি বিশ্বকাপ দলের গর্বিত সদস্যা আমি। এবারের বিশ্বকাপকে তবু আমি ব্যতিক্রম মনে করি। এবার তিনটি ম্যাচে খুব কাছাকাছি গিয়েছিলাম আমরা… শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং আজকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। নিউ জিল্যান্ড ম্যাচই শুধু ব্যতিক্রম। তিনটি ম্যাচে আমরা কাছাকাছি ছিলাম।’

হতাশা ভুলে সামনে এগোতে চায় ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। ঘরের মাঠে ভালো কিছুর প্রত্যাশা জাহানারাদের। বিষয়ে বলেন,‘আশা করি, পরের বিশ্বকাপে ভাগ্যকে পাশে পাব আমরা। আমাদের ম্যাচ পরিকল্পনা নিয়ে আরও কাজ করব। পরিকল্পনার বাস্তবায়ন আমরা আরও ভালোভাবে করব। এখান থেকে অনেক কিছু আমরা বয়ে নিতে পারব। অনেক ম্যাচ আছে সামনে। আশা করি সেই ইতিবাচক দিকগুলো আমরা কাজে লাগাব।’

এছাড়া জাহানারা বলেন, ‘এবারের পর সামনে ভিন্ন কিছু আপনারা দেখতে পাবেন। কারণ, আমরা এফটিপিতে থাকব, অনেক ম্যাচ আমাদের অপেক্ষায়। বেশি ম্যাচ খেলতে পারব আমরা, পরিস্থিতি সামলানোর অভিজ্ঞতা হবে আরও।’




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020