1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত, সম্পাদক মোস্তাক
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৫:০৬ অপরাহ্ন




সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত, সম্পাদক মোস্তাক

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
    আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১১:১২:২০ অপরাহ্ন

সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মার্চ) বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সারদাহল কার্যালয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

১৪৩০ ও ১৪৩১ বাংলা দ্বি-বার্ষিক মেয়াদের অনুষ্ঠিত নির্বাচনে ভোটগণনা শেষে রজত কান্তি গুপ্ত সভাপতি ও মোস্তাক আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর দ্বি-বার্ষিক নির্বাচন পরিষদ অন্তর্ভুক্ত সদস্য সংগঠনের ৫জন করে প্রতিনিধি ভোট প্রদান করেন।

এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছ আহমেদ তন্ময়, কার্যনির্বাহী সদস্য তন্ময় নাথ তনু, আব্দুল বাসিত সাদাফ, রেজাউল করিম রাব্বি নির্বাচিত হন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে সুপ্রিয় দেব শান্ত, অর্থ সম্পাদক পদে অচিন্ত কুমার দে অমিত ও প্রচার ও দপ্তর সম্পাদক পদে দিবাকর সরকার শেখর নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা করেন নীতিনির্ধারণী পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, পরিচালক অনুপ কুমার দেব ও অর্ধেন্দু কুমার দাস। রাত নয়টায় প্রধান পরিচালক নির্বাচলের ফলাফল ঘোষণা করেন। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনকে ঘিরে সিলেটের নাট্য ও সংস্কৃতিকর্মীদের মিলনমেলায় পরিণত হয় ঐতিহাসিক সারদা হল প্রাঙ্গণ।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020