1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
সরকার দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষি যন্ত্রপাতি বিতরণ করছে : পরিবেশমন্ত্রী
শনিবার, ১০ জুন ২০২৩, ১২:৪৭ অপরাহ্ন




সরকার দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষি যন্ত্রপাতি বিতরণ করছে : পরিবেশমন্ত্রী

বড়লেখা প্রতিনিধি :
    আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ৮:২৮:৩৬ অপরাহ্ন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, এখন আর কৃষকরা গরু দিয়ে হাল চাষ ও মাড়াই করেন না। তারা যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদ ও ধান মাড়াই করছেন। বর্তমান সরকার দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করছে। মন্ত্রী আরো বলেন, দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চীনে ও জাপানে গিয়েছিলেন। সেখানে যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদ দেখে এসে দেশে ফিরে তিনি বলেছিলেন, আমাদের দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হলে যান্ত্রিক পদ্ধতিতেই চাষাবাদ করতে হবে। বঙ্গবন্ধুর সেই পরিকল্পনা আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করেছেন।

পরিবেশ ও বনমন্ত্রী বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে কৃষকদের মাঝে প্রায় ৮৪ লাখ টাকার ভর্তুকি মূল্যে ৩টি কম্বাইন হারভেস্টার ও ১০টি পাওয়ার থ্রেশার মেশিন বিতরণ করা হয়।

ইউএনও সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেনের সঞ্চাললনায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এপিপি গোপাল দত্ত, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন প্রমুখ।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020