পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ বাস্তবায়নে কাজ করছে। দেশে মেট্রোরেল, পাতাল রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে তাঁর একনিষ্ঠ চিন্তা ভাবনার ফসল।
তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে শেখ হাসিনার সরকারকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসতে হবে।
তিনি শনিবার বিকেলে মৌলভীবাজারের জুড়ীতে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে জুড়ী নদীর বামতীর সংরক্ষণ প্রকল্পের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এদেশকে সুরক্ষিত রাখতে সকলক্ষেত্রে জনগণকে সম্পৃক্ত করেই জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব মোকাবিলা করা হবে। এখানে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট থেকে কাজের বরাদ্ধ দেয়া হয়েছে। কাপনাপাহাড় এলাকায় আরো ৫ কোটি টাকার কাজ চলছে। এ কাজে দুর্নীতির কোন সুযোগ নেই। স্থানীয়রা কাজের প্রতি খেয়াল রাখবেন। কোন অনিয়ম হলে প্রশাসনকে জানাবেন। গৌরীপুর এলাকাসহ নদীর অন্যান্য ভাঙ্গন গুলো পর্যায়ক্রমে প্রকল্পের আওতায় আনা হবে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, সাধারণ সম্পাদক মাসুক আহমদ, পানি উন্নয়ন বোর্ড, মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ চৌধুরী খুশী, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম, জুড়ী থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান রুয়েল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালিক সোনা, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু,সহ সভাপতি আহমদ কামাল অহিদ,সায়রুল আলম প্রমুখ।