সাতক্ষীরায় ৩১৪ জন কবি-সাহিত্যিক, শিল্পী, কলাকুশলী ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে প্রত্যেককে ১০ হাজার টাকা করে কোভিড-১৯ করোনাকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সম্মানী ভাতা প্রদান করা হয়েছে।
আজ রবিবার (২৫ এপ্রিল) বেলা ১১ টার সময় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি’র আয়োজনে প্রধান অতিথি হিসেবে এ সম্মানী ভাতার চেক তুলে দেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশিষ্ঠ কণ্ঠশিল্পী আবু আফ্ফান রোজ বাবু, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী শামীমা পারভীন রত্মা, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন।
বাংলা নিউজ এনওয়াই-এবিএ