1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
সাফল্যের ধারায় জালালাবাদ ক্যান্ট. পাবলিক স্কুল
রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
সাফল্যের ধারায় জালালাবাদ ক্যান্ট. পাবলিক স্কুল

স্টাফ রিপোর্ট::
    আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ৯:০৫:৫০ অপরাহ্ন

এবারের এসএসসি পরীক্ষায় জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি) সিলেট বিভাগে গত বছরের ন্যায় এবারও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে।

এবার প্রতিষ্ঠান থেকে বাংলা মাধ্যমে ২২৬ (বিজ্ঞান শাখা -১৭৮ ও ব্যবসায় শিক্ষা শাখা- ৪৮) ও ইংরেজি মাধ্যমে ৬২ জনসহ মোট ২৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমাঝে শতভাগ পাস করে। তার মধ্যে ২৬১ জন এ প্লাস ও ২৭ জন এ গ্রেড অর্জন করে।

দুপুর ১২টায় প্রতিষ্ঠানের অডিটোরিয়ামের সামনে উৎসবমুখর পরিবেশে ফলাফল প্রকাশ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান। এই সময় মাধ্যমিক শাখার কোঅর্ডিনেটর সিনিয়র শিক্ষক আইনুল হক, অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের শতভাগ সাফল্য ও শিক্ষার্থীদের কাঙ্খিত ফলাফল প্রাপ্তিতে সবার মাঝেই ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস।

এই সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, “আমাদের কাঙ্খিত ফলাফল অর্জনে সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ মাওলা ডন, এএফডব্লিউসি, পিএসসি এর সুচিন্তিত দিক-নির্দেশনা, অধ্যক্ষ লে. কর্নেল মো. কুদ্দুসুর রহমান, পিএসসি এর সুদক্ষ পরিচালনা, বিজ্ঞ শিক্ষকম-লীর একনিষ্ঠ শ্রম , শিক্ষার্থীদের অধ্যবসায় ও অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের এই সাফল্য অর্জিত হয়েছে। তাই সবাইকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি।”
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020