1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
সাভার থেকে অপহৃত শিশু সিলেটে উদ্ধার
মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে নাশকতা মামলায় জেলহাজতে শিবিরের ৮ নেতাকর্মী সুনামগঞ্জে বঙ্গবন্ধু মডেল ভিলেজ পরিদর্শনে বিভাগীয় সমবায় কর্মকর্তারা রাষ্ট্রপতি হওয়ার দৌঁড়ে এগিয়ে মসিউর-শিরীন ফসল রক্ষা বাঁধ : জগন্নাথপুরে কাজ শুরুই হয়নি একটি প্রকল্পে বিয়ানীবাজারে পাহাড়-টিলা কেটে বিক্রি হচ্ছে মাটি : হুমকীতে পরিবেশ বোরহাননগর চা-বাগানের শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আহবান সংগ্রাম কমিটির হবিগঞ্জের নিরব নিভৃত পল্লীগুলো এখন শিল্পনগরী হাবিব হোসেন স্মরণে স্টেশন রোড ব্যবসায়ী সমিতির স্মরণ সভা ও দো’আ মাহফিল সিলেটে শিশু সাংবাদিকতার ফলোআপ কর্মশালা সিলেটে মিছিল থেকে ফেরার পথে শিবিরের ৮ নেতাকর্মী আটক
সাভার থেকে অপহৃত শিশু সিলেটে উদ্ধার

বাংলানিউজএনওয়াই ডেস্ক::
    আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ৬:২২:০৭ অপরাহ্ন

সাভার থেকে অপহৃত পাঁচ মাসের শিশু আব্দুস সামাদকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তারমিন আক্তার মিম নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। ঘটনার চার দিন পর বুধবার (৩০ নভেম্বর) সকালে সিলেটের শহর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। তারমিন আক্তার মিম অপহৃত শিশুর প্রতিবেশী ছিলেন। তার গ্রামের বাড়ি নওগাঁয় হলেও বর্তমানে নাটোরের স্থায়ী বাসিন্দা তিনি।

পুলিশ জানায়, গত ২৭ নভেম্বর সাভারের মালঞ্চ এলাকার ভাড়া বাসা থেকে শিশুটিকে অপহরণ করে নিয়ে যান প্রতিবেশী তারমিন আক্তার মিম। এ ঘটনায় অপহৃত শিশুর বাবা মুন্নাফ খান বাদী হয়ে প্রতিবেশী দুই নারীসহ তিনজনে বিরুদ্ধে মামলা দায়ের করেন। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, অপহৃত শিশুটি উদ্ধার হয়েছে। তবে এ বিষয়ে বৃহস্পতিবার ঢাকা জেলা পুলিশ সুপার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানাবেন।

এ মামলায় ২৮ নভেম্বর রাতে প্রতিবেশী ও তারমিনের সঙ্গে বসাবাসকারী বান্ধবী শারমিন আক্তার ও তারমিনের কথিত প্রেমিক আবদুল্লাহকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ।

২৭ নভেম্বর সাভারে শিশুটিকে তার নানীর কাছে রেখে বাবা-মা কাজে বের হয়ে যান। বেলা পৌনে ১২টার দিকে শিশুটিকে নানী প্রতিবেশী ভাড়াটিয়া শারমিন আক্তার ও তারামিন আক্তার মিমের কাছে রেখে গোসল করতে যান। গোসল থেকে বের হয়ে শিশুসহ তারমিন আক্তার মিমকে আজ খুঁজে পাননি তিনি।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020