1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
সারারাত নাচলেন বুবলী, উপভোগ করলেন সবাই
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৯:২১ পূর্বাহ্ন




সারারাত নাচলেন বুবলী, উপভোগ করলেন সবাই

বিনোদন ডেস্ক :
    আপডেট : ০৯ ফেব্রুয়ারী ২০২৩, ১০:০২:৪৯ অপরাহ্ন

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিটোরিয়ামের সামনে রেলস্টেশন সেট করে ‘লোকাল’ শিরোনামের সিনেমার গানের শুটিং করা হয়। সেই গানে কালো রঙের পার্টি পোশাকে নাচেন অভিনেত্রী শবনম বুবলী। এ সময় তার সঙ্গে নাচেন কলকুশলীরাও এবং নাচ উপভোগ করেন সবাই।

পরিচালক সাইফ চন্দন জানান, সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোর পর্যন্ত এভাবেই শুটিং হয়েছে গানটির। এতে শতাধিক কলাকুশলীরা অংশ নিয়েছেন।

এই সিনেমায় একজন সংগ্রামী নারী চরিত্রে দেখা যাবে বুবলীকে। এলাকার নানা বাধা পেরিয়ে এক সময় নিজেকে প্রতিষ্ঠা করবেন একজন নেত্রী হিসেবে।

সিনেমার গল্প সম্পর্কে নির্মাতা বলেন, এটি লোকাল পলিটিক্যাল থ্রিলার ধরানার একটি সিনেমা। এর চিত্রনাট্যে নতুনত্ব রয়েছে। মফস্বল এলাকার মানুষের জীপন-যাপন, সংগ্রামসহ তাদের সংস্কৃতি তুলে ধরা হবে। এতে আদার আজাদকে স্থানীয় মাস্তান ধরনের ছেলের চরিত্রে দেখা যাবে।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020