1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
সালমানের জন্মদিনে মুক্তি পেলো রিচার্ডের ‘তোমাকে চাই’
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১০:১০ পূর্বাহ্ন




সালমানের জন্মদিনে মুক্তি পেলো রিচার্ডের ‘তোমাকে চাই’

বিনোদন ডেস্ক:
    আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ৩:০২:৪০ অপরাহ্ন

সালমান শাহ’র ৪৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে ইউটিউবে আজ (১৯ সেপ্টেম্বর) মুক্তি পেলো তার অভিনীত বিখ্যাত চলচ্চিত্র ‘তোমাকে চাই’ র টাইটেল গান কাভার সং ‘তোমাকে চাই’। গানটি কাভার করেছেন এ প্রজন্মের তরুণ উপস্থাপক সজল মিত্র রিচার্ড।

১৯৯৭ সালে সালমানের মৃত্যুর পর মুক্তি পেয়েছিলো মতিন রহমান পরিচালিত সালমান-শাবনূর অভিনীত ‘তোমাকে চাই’  সিনেমাটি। প্রয়াত কিংবদন্তি সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের অনবদ্য সৃষ্টির এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন আরও দুই কিংবদন্তী কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর ও কনক চাঁপা। নতুন আদলে তৈরি করা গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন এ প্রজন্মের দুই প্রতিশ্রুতিশীল তরুণ-তরুণী রিচার্ড ও লারা লোটাস।

 

গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন মো. মশিউর রহমান। জন্মবার্ষিকীতে মহানায়ক সালমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং তার অনবদ্য সৃষ্টিশীলতার প্রতি সম্মান প্রদর্শনের জন্যই গানটি কাভার করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

 

গান প্রসঙ্গে সজল মিত্র রিচার্ড বলেন, মহানায়ক সালমান শাহের ৪৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে গানটিতে কাজ করেছি। ভিন্নধর্মী একটি কাজ। আশা করি সবার ভালো লাগবে।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020