1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
সাস্টে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম গঠন
সোমবার, ১৫ অগাস্ট ২০২২, ০১:৪৩ অপরাহ্ন
সাস্টে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম গঠন

শাবিপ্রবি প্রতিনিধি
    আপডেট : ০২ আগস্ট ২০২২, ৮:৫৫:৫৭ অপরাহ্ন

বাংলাদেশের জাতীয়তাবাদের প্রতি শ্রদ্ধাশীল, নিবেদিত প্রাণ অধ্যাপকদের নিয়ে দেশের প্রথম সরকারী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’-এ ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’র পথচলা শুরু হয়েছে।

সাস্ট গণিতের অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিনকে আহ্বায়ক ও সমাজবিজ্ঞানের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হককে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

আজ মঙ্গলবার ২ আগষ্ট দুপুরে শিক্ষকদের এই সংগঠন প্রেরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে কথাগুলো জানানো হয়েছে।

তাদের আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে কাজ করবে, বলেছেন তারা।

১৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অন্যরা হলেন-যুগ্ম আহ্বায়ক ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজির অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক ও গণিতের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

সদস্য হিসেবে রয়েছেন-পরিসংখ্যানের অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী, সমাজকর্মের অধ্যাপক ড. আ. ক. ম. মাহবুবুজ্জামান, পরিসংখ্যানের অধ্যাপক ড. এস. এম. খুরশীদ আলম, পরিসংখ্যানের অধ্যাপক ড. খালিদুর রহমান, সমাজবিজ্ঞানের অধ্যাপক ড. মুহাম্মদ মোরাদ, রসায়নের অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, গণিতের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়ো-টেকনোলজির অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পুর ও পরিবেশ কৌশলের অধ্যাপক ড. মো. মিছবাহ উদ্দিন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যন্ড বায়ো-টেকনোলজির অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের সহযোগী অধ্যাপক চৌধুরী মো. লুৎফুর রহমান।

সাস্ট জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্রতিষ্ঠালগ্নেই আছেন ১৫ জন পূর্ণকালীন অধ্যাপক ও একজন সহযোগী অধ্যাপক।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020