1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
সাহেদের বিরদ্ধে ৪ মামলায় ২৮ দিনের রিমান্ড মঞ্জুর আদালতের
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:১৯ অপরাহ্ন




সাহেদের বিরদ্ধে ৪ মামলায় ২৮ দিনের রিমান্ড মঞ্জুর আদালতের

অনলাইন ডেস্ক
    আপডেট : ২৬ জুলাই ২০২০, ৭:২৭:২২ পূর্বাহ্ন

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের ৪ মামলায় সাতদিন করে মোট ২৮ দিনের রিমান্ড মন্জুর করেছেন আদালত। প্রতারণার মামলায় ১০ দিনের রিমান্ড শেষে আজ দুপুরে সাহেদকে সিএমএম আদালতে তোলা হয় তাকে। এরআগে উত্তরা পূর্ব থানার ১টি আর পশ্চিম থানার ৩টি মামলায় ৪০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

করোনার নমুনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায়, গত ১৬ জুলাই সাহেদকে রিমান্ডে নেয় পুলিশ। ১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটা থানার সীমান্ত এলাকা থেকে একটি অবৈধ অস্ত্রসহ গ্রেফতার করা হয়, সাহেদকে। এ ঘটনায় তার বিরুদ্ধে দেবহাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

এছাড়া তিন মামলায় রিজেন্ট হাসপাতালের এমডি মাসুদ পারভেজের ২১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ৬ জুলাই নানা অনিয়ম, প্রতারণা, সরকারের সঙ্গে চুক্তি ভঙ্গ, করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট, সার্টিফিকেট দেয়া ও রোগীদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগে রিজেন্ট গ্রুপের দুটি হাসপাতালে অভিযান চালায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। পরদিন গত ৭ জুলাই রিজেন্ট গ্রুপের মূল কার্যালয় এবং রাজধানীর উত্তরা ও মিরপুরে এর দুটি হাসপাতাল সিলগালা করে দেয়া হয়।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020