1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
সিকৃকিতে প্রক্টর হিসেবে নিয়োগ পেলেন ড.মনিরুল
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৬:১১ অপরাহ্ন




সিকৃকিতে প্রক্টর হিসেবে নিয়োগ পেলেন ড.মনিরুল

বাংলানিউজএনওয়াই ডেস্ক::
    আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ৭:০২:১২ অপরাহ্ন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোঃ মনিরুল ইসলাম সোহাগ। তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক।

মঙ্গলবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ প্রদান করা হয়। এর মধ্য দিয়ে অধ্যাপক ড. মোঃ মনিরুল ইসলাম সোহাগ আগামী দুই বছরের জন্য সদ্য বিদায়ী প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. তরিকুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।

অধ্যাপক ড. মনিরুল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০০৪ সালে কৃষি বিষয়ে স্নাতক, ২০০৭ সালে উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগে স্নাতকোত্তর ও ২০১৬ সালে জাপানের নিগাটা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে অফিসার অন স্পেশাল ডিউটি, শিক্ষক সমিতিতে সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিকৃবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদে কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020