“সঠিক পুষ্টিতে সুস্থ জীবন’ প্রতিপাদ্য নিয়ে ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষে এতিম খানায় পুষ্টি বার্তা ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। (২৮ এপ্রিল) বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় সিলেটের উদ্যোগে জামিআ’ ফারুক্বিয়্যাহ, বাগবাড়ি সিলেট এবং দারুল আইতাম হালিমাতুস সাদিয়া রা. এতিমখানা, জাঙ্গাইল, টুকের বাজার-এ পুষ্টি বার্তা ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. হিমাংশু লাল রায়, সিলেটের সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার, সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, ডা. স্বপ্নীল সৌরভ রায় এমও সিএস, ডা. আহমদ শাহরিয়ার এমও ডিসি, সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা সুজন বনিক, মোঃ হাফিজুর রহমানসহ অফিস সহকারি ও এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।