1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
সিরিজ বাঁচাল নিউজিল্যান্ড
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১০:২০ পূর্বাহ্ন




সিরিজ বাঁচাল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক :
    আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ৪:৫৯:৩৫ অপরাহ্ন

আশা জাগিয়েও সিরিজ জিততে পারল না পাকিস্তান। ব্যাকফুটে থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি জিতে ২-০ তে পিছিয়ে থেকেও নিউজিল্যান্ড সিরিজে সমতা ফিরিয়েছে।

গতকাল সোমবার রাওয়ালপিন্ডিতে রাতের খেলায় পাকিস্তানের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে চ্যাপম্যানের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে কিউইদের জয় ৬ উইকেটে। উল্লেখ্য, প্রথম দুই ম্যাচে হারের স্বাদ পাওয়ার পরও পাঁচ ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ করল টম লাথামের দল। চতুর্থ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক বাবর আজমের ১৮ বলে ১৯ রানের পর মোহাম্মদ হারিস ও সাইম আইয়ুব সাজঘরে ফেরেন শূন্য রান করে। এরপর উইকেটের এক প্রান্ত আগলে রেখে চতুর্থ উইকেট জুটিতে ইফতিখার আহমেদকে সঙ্গী করে স্কোরবোর্ডে ৪৬ বলে ৭১ রান তোলেন রিজওয়ান। ২২ বলে ৩৬ রান করে ইফতিখার আউট হলেও রিজওয়ান অর্ধশতক তুলে নেন ৩৩ বলে।

সবশেষ ইমাদ ওয়াসিমের ১৪ বলে ৫ চার ও এক ছক্কায় ৩১ রান এবং রিজওয়ানের অপরাজিত ৬২ বলে ৯৮ রানে ভর করে পাঁচ উইকেট হারিয়ে ১৯৩ রানের বড় সংগ্রহ পায় স্বাগতিকরা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ২৬ রানেই ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পরে। এরপর উইকেটে আসেন চ্যাপম্যান। বাকি গল্পটা লিখেছেন চ্যাপম্যান-জিমি নিশাম জুটি। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম সেঞ্চুরিতে ৫৭ বলে অপরাজিত ১০৪ রানের ঝড়ো ইনিংস খেলেন চ্যাপম্যান। যেখানে ১১টি চারের পাশে ছয় ছিল ৪টি। আর নিশাম ২৫ বলে ৪টি চার ও ২টি ছক্কায় করেন ৪৫ রান।

এই দুইজনের ব্যাটে ভর করে শেষ পর্যন্ত চার বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। দারুণ এই জয়ে ২-২ সমতায় শেষ হয় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের লড়াই।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020