1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
সিলভার ভিলেজ উন্নয়ন পরিষদের বার্ষিক সভা
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৯:১১ পূর্বাহ্ন
সিলভার ভিলেজ উন্নয়ন পরিষদের বার্ষিক সভা

বাংলানিউজএনওয়াই ডেস্ক::
    আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ৬:৪১:০৪ অপরাহ্ন

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন বলেছেন, এই সমাজ আমাদের। তাই সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে আমাদেরকেই সামাজিক বন্ধন সুদৃঢ় করতে এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই দেশকে এগিয়ে নিতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সবাইকে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হতে হবে।

তিনি শুক্রবার রাতে সিলভার ভিলেজ উন্নয়ন পরিষদের উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও ২য় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সিলভার ভিলেজ উন্নয়ন পরিষদের সভাপতি শাহজাহান খানের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় শিববাড়িস্থ সিলভার ভিলেজ আবাসিক এলাকায় উক্ত অনুষ্ঠান অনুষ্টিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ মো: মতিউর রহমান, সিলেট সিটি কর্পোরেশন ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর আযম খান, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: ছয়েফ খান ও হলিচাইল্ড স্কুলের প্রিন্সিপাল শাহ কাওছার আহমদ।

স্বাগত বক্তব্য রাখেন সিলভার ভিলেজ উন্নয়ন পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক সাদিকুর রহমান চৌধুরী।
বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, অর্থ সম্পাদক সয়ফুর রহমান লিটন, প্রচার সম্পাদক দিলাল উদ্দিন, সদস্য আশরাফুল ইসলাম। উপস্থিত ছিলেন পরিষদের সহ সভাপতি মহসিন খান, মজনু ভুইয়া, মহরম উদ্দিন, আব্দুল মোক্তাদির মাসুক, বিলাল উদ্দিন, ফাহাদ ভুইয়া, শাহেন আহমদ, আবু সারওয়ার, ডাক্তার লিঠন আহমদ, সৈয়দ মহসিন আলী, অহিদুল হক, মোশাহিদ মিঞা প্রমুখ।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020