1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
সিলেটগামী কালনী এক্সপ্রেসে আগুন
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:৩৭ অপরাহ্ন
সিলেটগামী কালনী এক্সপ্রেসে আগুন

ব্রাহ্মনবাড়ি প্রতিনিদি
    আপডেট : ২৫ জুলাই ২০২০, ৪:৪৮:৫৬ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনে আগুন লেগেছে। শনিবার বিকাল পৌনে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে আশুগঞ্জ উপজেলার তালশহর রেলওয়ে স্টেশনের অদূরে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
ট্রেনে যাত্রীসেবায় দায়িত্বরত মুন্না জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি তালশহর রেলওয়ে স্টেশন ছেড়ে কিছু দূর যাওয়ার পর ‘ট’ ও ‘ঠ’ বগির সংযোগস্থলে আগুন লাগে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আগুন বড় আকারে ছড়িয়ে পড়ার আগেই ট্রেনে থাকা সিলিন্ডার দিয়ে নেভানো হয়।
আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. শাকিউল আজম জানান, জেনারেটরের ক্যাবলে ক্রুটির কারণে দুই বগির সংযোগস্থলের রাবারে আগুন লাগে। পরে রেলের গার্ড এবং পুলিশ সম্মিলিতভাবে আগুন নেভায়। পরে ট্রেনটি আজমপুর রেলওয়ে স্টেশনে থামার পর পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এরপর সন্ধ্যা ৬টার কিছুক্ষণ আগে ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে যায়।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020