1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
সিলেটের দুই ল্যাবে ১০৩ জনের করোনা শনাক্ত
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৪:৩৮ অপরাহ্ন




সিলেটের দুই ল্যাবে ১০৩ জনের করোনা শনাক্ত

সিলেট প্রতিনিধি
    আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ৫:২৩:১৩ অপরাহ্ন

সিলেটের দুই ল্যাবে বুধবার (৩ সেপ্টেম্বর) নতুন করে আরও ১০৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, বুধবার ওসমানীর ল্যাবে ২৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেটের ২২ জন, হবিগঞ্জের দুজন এবং মৌলভীবাজারের একজন রয়েছেন।

অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম  নুরুন্নবি আজাদ জুয়েল জানান, বুধবার শাবির ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করে ৭৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ১৬ জন, হবিগঞ্জের ১৯, মৌলভীবাজারের ৪ জন ও সিলেট জেলার ৩৯ জন রয়েছেন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগী সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ হাজার ১৬০ জন। এরমধ্যে সিলেট জেলায় ৫ হাজার ৯০৮, সুনামগঞ্জে ২ হাজার ১১০, হবিগঞ্জে ১ হাজার ৬০১ এবং মৌলভীবাজারে ১ হাজার ৫৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত সিলেট বিভাগে ৮ হাজার ১৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৪ হাজার ২৩১, সুনামগঞ্জে ১ হাজার ৭৪৪, হবিগঞ্জে ১০৪৭, মৌলভীবাজারে ১১৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

অন্যদিকে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ১৯১ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৩৯ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজারে ২০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020