জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) ফখরুল ইসলাম-কে বাড়িতে না পেয়ে উনার বড় ভাই নাজমুল ইসলামের ওপর দেশীয় অস্ত্র দা, ছুরি দিয়ে হামলা করেন আমিরুল ইসলাম টিটুল ও তার দলবল। হামলাকারীদের আঘাতে গুরুত্বর হয়ে মাটিতে লুটিয়ে পড়েন নাজমুল ইসলাম। তাকে রক্ষার্থে তার ফেঞ্চুগঞ্জ বাজারের ব্যবসায়ী ভাতিজারা ইয়াহইয়া ও তাহমিদুল এগিয়ে আসলে তাদের ওপর হামলা করে আমিরুল ইসলাম টিটুল। এতে গুরুত্বর আহত হন ইয়াহইয়া ও তাহমিদুল।
নাজমুল ইসলাম জানান, দেশীয় অস্ত্র দা, ছুরি, রড, লাঠি দিয়ে আমার বসত ঘরে ঢুকে আমাদের ওপর হামলা চালায় টিটুল ও দলবল। টিটুল দা দিয়ে আমার মাথায় কুপ মারে ও তার ছেলে শিমুল রড দিয়ে আমার হাতে আঘাত করে। এতে আমি গুরুত্বর জখম অবস্থায় লুটিয়ে পড়ি। আমাকে রক্ষার্থে আমার ভাতিজারা এগিয়ে আসলে তাদের ওপর হামলা করা হয়। তারাও গুরুত্বর আহত হয়েছে। এছাড়াও টিটুল, তার ভাই ও ছেলেরা আমাদের পরিবারের লোকজনদের প্রাণনাশের হুমকি দিয়েছে৷ আমাদের মেরে লাশ গুম করে ফেলবে বলেছে।