1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
সিলেটের বইমেলায় ‘খোয়াবি গোলক’ বইয়ের মোড়ক উন্মোচন
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৩:৫৮ অপরাহ্ন




সিলেটের বইমেলায় ‘খোয়াবি গোলক’ বইয়ের মোড়ক উন্মোচন

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
    আপডেট : ১২ ফেব্রুয়ারী ২০২৩, ৮:৪৪:০৫ অপরাহ্ন

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, জ্ঞান মানেই হচ্ছে শিক্ষা। আর বই হচ্ছে শিক্ষার বাহন। ভালো বই মানুষের উন্নত চরিত্র গঠনে সহায়তা করে। বই পড়া মানুষকে সত্য ও সুন্দরের পথে চলতে, মানবকল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করে। বইয়ের যতই লিখন, প্রকাশন ও বিপণন বাড়বে ততই আলোর রাজ্যেরও বৃদ্ধি ঘটবে। তাই সুসময়ে-অসময়ে বই হোক অবলম্বন, ভালোবাসা হোক বইয়ের সঙ্গে, বই হোক প্রিয় বন্ধু।

তিনি রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে প্রিন্স সদরুজ্জামান চৌধুরী প্রকাশিত ‘খোয়াবি গোলক’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মুস্তাফিজ সৈয়দের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জসিম বুক হাউজ প্রকাশনীর প্রকাশক মো. জসিম উদ্দিন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট মিরর’র সম্পাদক আহমেদ নুর, মুক্তিযোদ্ধা গবেষক তাজুল মুহাম্মদ, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ সভাপতি দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল মুনীর, ছড়াকার সৈয়দ মিলু কাশেম, ছড়াকার অজিত রায় ভজন, ছড়াকার জয়নাল আবেদিন জুয়েল, গীতিকার শ্যামল কান্তি সোম, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সামির মাহমুদ, সাংবাদিক দেবব্রত রায় দিপন, গীতিকার সিরাজ আনোয়ার, গীতিকার জামাল আহমদ, জুবের আহম সার্জন, কবি অজয় বৈদ্য অন্তর, সাবেক ছাত্রনেতা সজল চৌধুরী, নাট্যকার বাবুল আহমদ, গীতিকবি হরিপদ চন্দ ও সাব্বির আহমেদ প্রমুখ।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020