1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
সিলেটে অভিযান : টিলা কর্তনের দায়ে একজন কারাগারে
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৫:৫৯ অপরাহ্ন




সিলেটে অভিযান : টিলা কর্তনের দায়ে একজন কারাগারে

বাংলানিউজএনওয়াই ডেস্ক::
    আপডেট : ২৪ জুলাই ২০২২, ৬:৩৮:১৬ অপরাহ্ন

সিলেটে পরিবেশ ধ্বংস করে টিলা কর্তনের দায়ে একজনকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৪ জুলাই) দুপুরে সিলেট মহানগরীর খাদিমনগরে এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন জানান, শাহপরাণ থানাধীন খাদিমনগর ইউনিয়নের চকগ্রামে টিলা কর্তন করে ডোবা ভরাটের খবর পেয়ে অভিযান পরিচালনা করে হয়। এসময় টিলা কর্তনের দায়ে জসিম উদ্দিন নামে একজনকে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেন মোহাম্মদ এমরান হোসেন। সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক।

টিলা কর্তনের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020