1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
সিলেটে আইনজীবীদের মানববন্ধন
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:১৪ অপরাহ্ন




সিলেটে আইনজীবীদের মানববন্ধন

Banglanews24ny
    আপডেট : ২০ জুলাই ২০২০, ১২:০৭:১১ অপরাহ্ন

অদ্য বেলা ১২:৩০ ঘটিকায় সিলেট জেলা জজ কোর্টের সামনে নিয়মিত আদালত চালু করার দাবীতে সিলেট জেলা আইনজীবী সমিতির “সাধারন আইনজীবীবৃন্দ” এর উদ্যোগে এক মানব বন্ধন অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সাবেক সভাপতি ও বিভাগীয় স্পেশাল পিপি, দ্রুত বিচার ট্রাইবুন্যাল, সিলেট এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী মাওলানা আব্দুর রকীব, সিনিয়র আইনজীবী ওবায়দুর রহমান, এডভোকেট আব্দুল গফুর, সাবেক সাধারণ সম্পাদক শাহ আশরাফুল ইসলাম, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট আলিম উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট দেলওয়ার হোসেন দিলু, সাবেক সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট দেলওয়ার হোসেন,এপিপি শাহজাহান চৌধুরী, সাবেক ইলেকশন কমিশনার কবির আহমদ বাবর, সাবেক সহ সম্পাদক ইমরান আহমদ, সাবেক সহ সম্পাদক সাইফুর রহমান খন্দকার রানা, এডভোকেট সফিকুল ইসলাম সবুজ, এডভোকেট ইস্রাফিল আলী,এডভোকেট টিপু রন্জন দাস, এডভোকেট মোবারক হোসেন, এডভোকেট আফজল হোসেন সহ প্রমুখ। মানব বন্ধন ও সভা পরিচালনা করেন সাবেক সহ সম্পাদক মুমিনুর রহমান টিটু। সভায় সকল বক্তাগনই অবিলম্বে ন্যায় ও সুবিচার এর স্বার্থে বিচার প্রার্থী জনগনের ও বাংলাদেশের ষাট হাজার আইনজীবীগনের কথা বিবেচনায় অনতিবিলম্বে ভার্চুয়াল কোর্টের পরিবর্তে নিয়মিত আদালতের কার্যক্রম চালু করার জন্য সাধারন আইনজীবীদের পক্ষ থেকে মাননীয় প্রধান বিচারপতি বরাবরে আবেদন জানান। বৈরী আবহাওয়া উপেক্ষা করে উক্ত মানব বন্ধন কর্মসুচীতে আনুমানিক দুই শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020